সাউন্ড কোয়ালিটি খুবই খুবই ভালো, এর ব্যাস ও ইকোর কোম্বিনেশান এক কথায় অসাধারণ, এতে 9D Stereo Sound System থাকায় আপনার গান শুনার মুহূর্তকে নিয়ে যাবে অন্য এক দুনিয়ায় ঘরের বাহিরে বা প্রচণ্ড কলোহলে এটা কানে দিয়ে রাখলে Music ছাড়া আর কিছুই শুনতে পারবেন নাহ।
যারা কম টাকায় ভালো মানের Airdot With Long Time Backup খুজচ্ছেন, তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন
ফুল চার্জ দিলে ২০ ঘন্টা+ গান শুনতে পারবেন ও কথা বলতে পারবেন, Noise Cancellation আছে, যার ফলে আপনার কথা শুনা যাবে স্পষ্ট। এটাতে Standby মোড এ ৫ দিনের বেশি চার্জ থাকে।

